হঠাৎ কিয়েভে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার হঠাৎ করে ইউক্রেনের রাজধানী কিয়েভে উপস্থিত হন। প্রথমে তিনি শিশুদের একটি হাসাপাতালে যান। এরপর প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

কিয়েভে আসার আগে ইউক্রেনসহ ১৮টি মিত্র দেশকে ২.২ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। লম্বা সময়ের পরিকল্পনার অংশ হিসেবে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এই অর্থ ইউক্রেন এবং ১৮টি দেশকে লোন হিসেবে দেওয়া হবে। যা দিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনা হবে।

বিঙ্কেন এ সহায়তা ঘোষণা করার আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনকে নতুন করে আরও ৬৭৫ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এগুলো ইউক্রেনের জন্য হিমার্সসহ অন্যন্য উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র কেনার জন্য ব্যবহার করা হবে।

এদিকে ব্লিঙ্কেনের এ সফরকে ‘গুরুত্বপূর্ণ ইঙ্গিত’ হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তিনি বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে যুক্তরাষ্ট্র আমাদের পাশে আছে। আমাদের জন্য এটি গ্যারান্টি যে আমরা আমাদের অঞ্চল ও জমি ফিরিয়ে আনতে পারব।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img