২০১৭ সালের পর গাজায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সেখানকার স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের মধ্যে দুইজন ফিলিস্তিনির বিরুদ্ধে ইসরাইলকে সহায়তার অভিযোগ এনেছে সংগঠনটি। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে হামাস এই তথ্য নিশ্চিত করেছে। অবশ্য বিবৃতিতে ইসরাইলে সহায়তা করা দুই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। শুধু তাদের নামের অদ্যাক্ষর ও বয়স জানানো হয়েছে। আর বলা হয়েছে, তাদের দেওয়া তথ্যেই কারণে অনেক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, অন্য তিনজনকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

২০০৭ সাল থেকে ফিলিস্তিনের নিয়ন্ত্রণে থাকা হামাস কর্তৃপক্ষ কমপক্ষে ২৭টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০১৭ সালের এপ্রিলের পর এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img