এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে আসছে ম্যাচে কোহলি ৫০ ছোঁয়া ইনিংস খেলতে পারলেই বন্ধ হয়ে যাবে সব সমালোচনা বলে মনে করেন রবি শাস্ত্রী।
খুব যে খারাপ খেলছেন কোহলি, তা নয়। তবে গত কয়েক মাস ধরে নিজের মান অনুযায়ী ব্যাটিং করতে পারছেন না এ ব্যাটার। এতে কিছুটা সমালোচনার মুখেও পড়েছেন আপাতত বিশ্রামে থাকা এ ডানহাতি ব্যাটার।
প্রথম ম্যাচেই তার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ভারতের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। দুই দেশের সাবেকরা এই ম্যাচ নিয়ে সরব বেশ কিছু দিন ধরেই। স্টার স্পোর্টস আয়োজিত মঙ্গলবার ভারতের সাবেক অলরাউন্ডার শাস্ত্রী বলেন, এই ম্যাচ দিয়েই কোহলির নিজেকে খুঁজে নেওয়া উচিত।
তিনি আশা করেন, দীর্ঘ সময় পর কোহলি এবার শান্ত হয়ে ফিরবে, কারণ তাকে নিয়ে সমালোচনার ঢেউ আপাতত থেমেছে। মাঠের বাইরে ছিল সে। এখন তাকে যা করতে হবে, তা হলো ছন্দে ফিরতে হবে। এশিয়া কাপে প্রথম ম্যাচেই যদি সে ফিফটি করে, টুর্নামেন্টের বাকি অংশে সমালোচকদের মুখ বন্ধ থাকবে।
শাস্ত্রী বলেন, আগে যা হয়েছে, তা এখন ইতিহাস। মনে রাখতে হবে, মানুষের স্মৃতিশক্তি ক্ষণস্থায়ী। আর এটা (ভালো-খারাপ) দুরকমই হতে পারে। তার এখন সুযোগ বর্তমানের শান্ত পরিবেশটাকে কাজে লাগানো এবং একেক দিন হিসেবে এগিয়ে যাওয়ার।
২০১৯ সালের নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই সেঞ্চুরি পাননি কোহলি। টেস্টে সবশেষ ১২ ইনিংসে ফিফটি করতে পেরেছেন কেবল একটি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সাম্প্রতিক সময়ে ভুগছেন।
কঠিন সময়ের মধ্যে থাকা কোহলি শিগগির রান পাবেন বলে বিশ্বাস শাস্ত্রীর।
ইউআর/