যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মেধাবী দুই তরুণ শিক্ষার্থী নিহত হয়েছেন। এদের একজন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের এবং অন্যজন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র। গত শুক্রবার রাতে নিউজার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তাদের আরও তিন বন্ধু আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনাস্থলেই এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার উদ্দিন আহমেদের (১৯) মুত্যু ঘটে। পাশের সেন্ট জোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পর মারা যান ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিল আলী (১৯। বাকি তিনজন ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)।
নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে নিইজার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে একটি সড়কে হতাহতরা একটি জিপে ছিলেন। হঠাৎ করে তাদের গাড়ির সঙ্গে একটি মার্সিডিজ গাড়ির সংঘর্ষ ঘটে।
প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহত দুই বন্ধুর লাশ রোববার পর্যন্ত মর্গে ছিল। ময়নাতদন্তের পর তা স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
ইউআর/