আলবেনিয়ার একটি অস্ত্র কারখানায় প্রবেশের সময় ইউক্রেনের একজন ও রাশিয়ার দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। আলবেনিয়ার দাবি— তারা সবাই গুপ্তচর। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া ও ইউক্রেনের পাসপোর্টধারী ওই তিন ব্যক্তি আলবেনিয়ার একটি অস্ত্র কারখানায় ঢোকার চেষ্টা করেছিল।
এ সময় নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে, তারা তাদের ওপর হামলা চালায়। এতে আলবেনিয়ার দুই সেনাসদস্য আহত হয়েছেন বলেও বিবৃতিতে বলা হয়।
আলবেনিয়ার অস্ত্র কারখানাটিতে রাশিয়ার একে৪৭-এর মতো বন্দুক বানানো হয়।
ইউআর/