ইউক্রেনের জন্য আরও একটি সামরিক প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে ৭৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অস্ত্র সহায়তা দেবে বাইডেন প্রশাসন। খবর আল জাজিরার।
নতুন প্যাকেজে আধুনিক প্রযুক্তি ব্যবস্থার অস্ত্র দেওয়া হবে ইউক্রেনকে। এসব সামরিক সহায়তার মধ্যে আধুনিক আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স, মর্টার, গোলাবারুদ, জ্যাভলিনও রয়েছে।
রাশিয়া সামরিক অভিযানের শুরু থেকেই বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর হামলা প্রতিহতে ইউক্রেনের জেলেনেস্কির সরকারকে এ পর্যন্ত বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তায় দিয়েছে বাইডেন প্রশাসন।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন, নিউ জিল্যান্ড, কানাডাসহ ইউরোপের দেশগুলো সহায়তা দিয়ে আসছে।
ইউআর/