তাইওয়ান সফর করায় শুক্রবার (১৯ আগস্ট) লিথুয়ানিয়ার উপ-পরিবহন মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। চলমান উত্তেজনা পরিস্থিতির মধ্যেই দ্বীপটিতে সফর করেন তিনি। এর জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, উপ-পরিবহন মন্ত্রীর নিষেধাজ্ঞা সম্প্রতি তাইওয়ান সফরের একটি উপযুক্ত এবং যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া।
যদিও অগ্নে ভাইসিউকেভিচুতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বেইজিংকে আহ্বান জানায় লিথুয়ানিয়া। তাইওয়ানকে নিজেদের একটি ভূখণ্ড দাবি করে আসছে।
কিছুদিন আগে এর রাজধানী তাইপে সফর করেন মার্কিন প্রতিনিধি পরিষধের স্পিকার ন্যান্সি পেলোসি। তার সফরের প্রতিবাদে তাইওয়ানের আশপাশে ব্যাপক পরিসরে মহড়া চালিয়েছে চীনা সামরিক বাহিনী। এ নিয়ে তাইওয়ানের সঙ্গে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইউআর/