অবশেষে করোনামুক্ত বাইডেন

করোনামুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার পর নেগেটিভ শনাক্ত হন তিনি। রবিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের চিকিৎসক ড. কেভিন ও’কনর।

তিনি জানান, শনিবার (৬ আগস্ট) প্রথম দফা পরীক্ষা করার পর কোভিড নেগেটিভ আসে। তবে পুরোপুরি নিশ্চিত হতে দ্বিতীয় দফা টেস্ট করানো হয়। শেষমেষ বাইডেনের করোনা নেগেটিভ আসে।

অল্প সময়ের ব্যবধানেই পরপর দুইবার কোভিডে আক্রান্ত হন ৭৯ বছর বয়সী বাইডেন। করোনার উপসর্গ তেমন একটা না থাকলেও আশপাশের মানুষের সুরক্ষায় দুই সপ্তাহ তার রাষ্ট্রীয় বাসভবন হোয়াইট হাউজে আইসোলেশনে ছিলেন।

আইসোলেশন শেষ করে তিনি হোয়াইট হাউজ থেকে ফার্স্টলেডি জিল বাইডেনের সঙ্গে দেখা করতে তাদের বাসভবন ডেলোয়ারে যান।

বাইডেন ২১ জুলাই প্রথম কোভিডে আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। তিনি ২৭ জুলাই আসোলেশন থেকে বের হলেও অল্প সময়ের ব্যবধানে তিনি ৩০ জুলাই আবারও কোভিড পজিটিভ হন। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় বুস্টার ডোজও নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img