যুক্তরাষ্ট্রে ৯ শতাধিক ফ্লাইট বাতিল, বিলম্ব ৬ হাজারের বেশি

ভারী বৃষ্টি এবং বন্যা সতর্কতার কারণে রবিবার যুক্তরাষ্ট্রে আরও ৯ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়। এসময় ৬ হাজার ৩০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এমনই তথ্য দিয়েছে ফ্লাইট এওয়ার।

বৃষ্টিপাতের কারণে শিকাগো ওহারে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২ শতাংশ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিলম্বে ছেড়ে গেছে প্রায় ৪০ শতাংশ ফ্লাইট। শিকাগোতে স্থানীয় সময় রবিবার (৭ আগস্ট) ভারী বৃষ্টি হতে দেখা গেছে, যার মধ্যে একটি আকস্মিক বন্যার সতর্কতাও ছিল।

এর আগে শনিবার মোট ৬৫৭টি ফ্লাইট বাতিল হয় এবং ৭ হাজার ২৬৭টি বিলম্ব হয়। এদিন আমেরিকান এয়ারলাইন্সের ৪ শতাংশ ফ্লাইট বাতিল এবং ২৪ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়ে যায়।

ফ্লাইট এওয়ারের তথ্যমতে একইদিন ইউনাইটেড এয়ারলাইনসের ৪ শতাংশ ফ্লাইট বাতিল হয়। বিলম্বে ছেড়ে যায় ২৩ শতাংশ।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img