আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত

শনিবার ওয়েস্ট ইন্ডিজের ফ্লোরিডায় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বলে দুই চার আর তিন ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলার পথে শহিদ আফ্রিদির রেকর্ড ভাঙলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়লেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। ৪৭৭টি আন্তর্জাতিক ছক্কা হাঁকান রোহিত। ৪৭৬টি ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির কিংবদন্তি ক্রিকেটার আফ্রিদি।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর দিক থেকে শীর্ষে রয়েছেন ইউনিভার্সাল বস হিসেবে পরিচিতি ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান ৫৫৩টি ছক্কা হাঁকান।

৪৭৭টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় পজিশনে আছেন রোহিত শর্মা। ৪৭৬টি ছক্কা নিয়ে তিনে শহিদ আফ্রিদি। আর ৩৯৮টি ছক্কা হাঁকিয়ে চারে নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ও ইংল্যান্ডের বর্তমান কোচ ব্রান্ডন ম্যাককালাম। ৩৭৯টি ছক্কা হাঁকিয়ে পাঁচ নম্বর পজিশনে আছেন নিউজিল্যান্ডের বর্তমান তারকা ওপেনার মার্টিন গাপটিল।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img