ফিলিস্তিনে কোনোভাবেই থামছে না ইসরায়েলি আগ্রাসন। শনিবারও গাজা উপত্যকার জাবালিয়া এলাকায় বিমান হামলা করে তিন শিশুসহ আরও ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এ নিয়ে গত দুই দিনের হামলায় ২৪ জন নিহত হলেন। গাজার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদক ইয়ামনা এলসাইদ জানান, গত শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী যেসব হামলা চালিয়ে আসছে, তার মধ্যে জাবালিয়া এলাকার এই হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। তিনি বলেন, ‘শনিবার সরাসরি বেসামরিক মানুষ ও তাদের বাড়িঘর লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল।’
ইসরায়েলি বাহিনীর দফায় দফায় চালানো এই হামলায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ৬ শিশু, ২৩ বছর বয়সী এক নারী এবং ফিলিস্তিনী একজন যোদ্ধাও রয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলায় ১২৫ জন আহত হয়েছেন।
তবে হামলার কথা অস্বীকার করে ইসরায়েল বলেছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ‘ব্যর্থ রকেট উৎক্ষেপণের’ কারণে বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছে।
ইউআর/