শ্রীলংকায় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে এশিয়া কাপ হচ্ছে আরব আমিরাতে। তবে আয়োজক হিসেবে সেই শ্রীলংকাই থাকছে।
এ ব্যাপারে শ্রীলংকান ক্রিকেট বোডের্র (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা বলেন, এই মানের টুর্নামেন্টে শুধু সদস্য দেশগুলোই নয়, অন্যান্য অংশীদার যেমন সম্প্রচারক সংস্থা, স্পনসরদেরও প্রয়োজন হয়। শ্রীলংকার বর্তমান পরিস্থিতি টুর্নামেন্ট আয়োজনে সহায়ক মনে করছেন না অংশীদাররা।
তিনি আরও বলেন, সাধারণত সম্প্রচার ও মাঠের স্বত্ব থেকে যে টাকা ওঠে, তা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নেয়। টুর্নামেন্ট শেষে তা অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এর বাইরে বাকি তহবিল থেকে একটা অংশ আয়োজককে দেওয়া হয়। এটাই আয়োজক ফি। আরব আমিরাত শুধু টিকিট বিক্রির টাকা পাবে। টুর্নামেন্ট আয়োজনে তারা এ টাকা খরচ করবে। আমরা আয়োজক ফি হিসেবে ২৫ লাখ ডলার পাব। টিকিট বিক্রি থেকে পাব ১৫ লাখ ডলার। আর অংশ নেওয়া দলগুলোর প্রতিটি দলের মতো আমরাও ২০ লাখ ডলার পাব।
ইউআর/