ইউএনও অফিসের পেছনে গাঁজা সেবন, ৬ মাসের জেল

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পেছনে গাঁজা সেবন করা অবস্থায় ২০ গ্রাম গাঁজাসহ মো. রিয়াজ (২২) নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ জুলাই) রাতে বাউফল উপজেলা পরিষদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রিয়াজ বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. সুমনের ছেলে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা চত্বরে অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশের সহায়তায় ঐ যুবককে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ব্যাপারে বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img