টেলিফোন আলাপ করবেন বাইডেন-শি জিনপিং

তাইওয়ান ইস্যুতে উত্তেজনার মধ্যে টেলিফোন আলাপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার দুই নেতার আলোচনার কথা রয়েছে। চার মাসের মধ্যে এটাই তাদের প্রথম টেলিফোন আলাপ হবে।

চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে নিয়মিত টেলিফোন আলাপ হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আলোচনা করতে যাচ্ছেন জো বাইডেন ও শি জিনপিং। এনিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা। তবে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে ওয়াশিংটন- বেইজিং সম্পর্ক নতুন মোড় নিয়েছে।

বেইজিং সতর্ক করে বলেছে, স্বশাসিত দ্বীপ তাইওয়ানে পেলোসি যদি সফরের পরিকল্পনা এগিয়ে নেন তাহলে চীন জোরালো পদক্ষেপ নেবে। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ বলে দাবি করে বেইজিং।

প্রকাশ্য ঘোষণার আগে পেলোসির সফর নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সম্ভাব্য এই সফরের কথা প্রথমে সামনে আনে ব্লুমবার্গ।

তাইওয়ান সফরের পরিকল্পনা এখনও নিশ্চিত করেননি পেলোসি। তবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, তাইওয়ানে স্পিকার পেলোসির সফরকে ভালো পরিকল্পনা বলে মনে করেন না সেনা কর্মকর্তারা।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img