ফিলিপাইনে ভূমিকম্পে চারজনের মৃত্যু, বহু ভবন ক্ষতিগ্রস্ত

আঘাত হানে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শক্তিশালী এই ভূমিকম্পে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া সেখানকার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী ম্যানিলাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি ছিল ডোলোরেস শহরের প্রায় ১১ কিলোমিটার (ছয় মাইল) দক্ষিণ-পূর্বে ভূপৃষ্টের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

দেশটির স্বরাষ্ট্র সচিব বেঞ্জামিন আবালোস এক সংবাদ সম্মেলনে জানান, বেঙ্গুয়েট প্রদেশে দুজন, আবরা প্রদেশে একজন এবং অন্য প্রদেশে আরও একজন নিহত হয়েছেন। এতে ৬০ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ফেসবুকে বলেছেন, ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির বিষয়ে দুঃখজনক খবর পাওয়ার পরও আমরা এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিচ্ছি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img