লিবিয়া থেকে আজ দেশে ফিরছেন ১৬০ বাংলাদেশি

লিবিয়া থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের মধ্যে আজ বুধবার আসছেন ১৬০ জন। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস ফেসবুকে আজ এক পোস্টে জানিয়েছে, ‘লিবিয়া হতে স্বেচ্ছায় দেশে ফেরতে যেতে ইচ্ছুক অভিবাসীদের পর্যায়ক্রমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় দেশে প্রেরণের অংশ হিসেবে একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে মোট ১৬০ জনকে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।’ দূতাবাস জানায়, ‘আইওএম কর্তৃক চার্টার্ডকৃত বুরাক এয়ারের ফ্লাইটটি (ইউজেড২২০) বেনিনা বিমানবন্দর থেকে ৪ মে (স্থানীয় সময়) সন্ধ্যা ৭টায় উড্ডয়ন করেছে এবং (আজ) ৫ মে বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।’

এ ছাড়া দূতাবাস জানিয়েছে, এই ফ্লাইটে লিবিয়ায় মারা যাওয়া একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহও দেশে পাঠানো হয়েছে।

লিবিয়া হতে স্বেচ্ছায় দেশে ফেরত গমনে ইচ্ছুক অভিবাসীদের পর্যায়ক্রমে আইওএম এর সহযোগিতায় দেশে প্রেরণের অংশ হিসেবে একটি…

Posted by Embassy of Bangladesh in Libya on Tuesday, 4 May 2021
সব প্রয়োজনীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের পর ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বেনগাজি প্রবাসী, বেনিনা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং বিশেষ করে আইওএম’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img