কুড়িগ্রামের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

ময়দার বস্তার গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এবং সারের মূল্য তালিকা প্রদর্শন না করায় কুড়িগ্রাম পৌর এলাকার তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম।

রবিবার (২৪ জুলাই) দুপুরে পৌর এলাকার পুরতন থানাপাড়া, সাদ্দির মোড় ও পুরাতন স্টেশন পাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার অধিদফতর সূত্র জানায়, রবিবার দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার কয়েকটি স্থানে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় ময়দার বস্তার গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়ার অপরাধে পৌর এলাকার পুরাতন থানা পাড়ার সুফিয়া অটো ফ্লাওয়ার মিলসকে ১০ হাজার টাকা, সারের মূল্য তালিকা প্রদর্শন না করায় সাদ্দির মোড়ের আহমদ ব্রাদার্স ও একই অপরাধে পুরাতন স্টেশন পাড়ার সাহা অ্যান্ড কোং প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযান চলাকালে বাজারে সয়াবিন তেল, বৈদ্যুতিক চার্জার ফ্যান, চার্জার লাইট প্রভৃতির মূল্য তদারকি করা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপু রায়, কৃষি বিপণন অধিদফতরের প্রতিনিধি নাসির উদ্দীনসহ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img