বাসচাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের, স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসচাপায় জুয়েল রানা (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত পুলিশ সদস্যের স্ত্রী সুলতানা বেগম রুমা (২৬)।

গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এখন তার অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত পুলিশ সদস্য জুয়েল রানা নওগাঁর মান্দা উপজেলার নয় নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামের মহিবুর রহমানের ছেলে।
তিনি বগুড়ার আদমদীঘি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ঈদ উদযাপনের জন্য ছুটিতে বাড়িতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, দুপুরে উপজেলার সাঁকোয়ায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল রানা মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিলেন। যাওয়ার পথে সাঁকোয়ায় পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁগামী শিশির স্পেশাল (ঢাকা মেট্রো ব-১৪-৬১৮৭) নামের যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। আর পেছনে বসা পুলিশ সদস্যের স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত নারীকে উদ্ধার করে মোহনপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ দুর্ঘটনার পর বাসচালক কেশরহাট তেল পাম্পের সামনে বাস রেখে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এখন বাসচালককে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img