জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একব্যক্তির ফোন পেয়ে একটি অজগর সাপ উদ্ধার করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড বনবিভাগ। পরে সাপটিকে উপজেলার শীতলপুর বনে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি বলেন, সোমবার দুপুরে ফৌজদারহাট রেলস্টেশনের সিগন্যাল ইঞ্জিনিয়ার মাজেদ খন্দকার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, রেলওয়ে স্টাফ কোয়ার্টারের কাছে একটি আম গাছে ১০ থেকে ১২ হাত লম্বা একটি অজগর সাপ ঝুলে আছে। এতে কোয়ার্টারের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সীতাকুণ্ড বনবিভাগকে জানালে তার দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। পরে এটি শীতলপুর বনে অবমুক্ত করা হয়েছে।