বরগুনায় একটি নির্মাণাধীন ভবন থেকে মো. কবির (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ভবনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে (কেয়ারটেকার) ছিলেন।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।
মৃত কবির পটুয়াখালী জেলার বাসিন্দা।
তিনি লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের দেখভালের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, সকালে কবিরের সাড়াশব্দ না পেয়ে অপর এক নৈশ প্রহরীর সন্দেহ হলে বিষয়টি তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয়দের জানান।
পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের গেটের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। ওই ভবনের দোতলার একটি রুমের মধ্যে চেয়ারে মৃত অবস্থায় বসা ছিলেন তিনি।
বরগুনা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।
ইউআর/