ভারতের নতুন পার্লামেন্ট ভবনের ছাদে ব্রোঞ্জের নির্মিত দেশটির জাতীয় প্রতীক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ব্যাপক উৎসাহ নিয়ে উদ্বোধন করা হয়েছে এটি। ৬.৫ মিটার উচ্চতার এই প্রতীকে পিঠে পিঠ লাগানো চারটি এশীয় সিংহকে একটি গোলাকার চক্রের ওপর বসানো হয়েছে। তবে এই প্রতীক নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
নতুন মূর্তিটি নেওয়া হয়েছে প্রায় ২৫০ খ্রিষ্টপূর্বাব্দের প্রাচীন ভারতীয় ভাস্কর্য থেকে। এনিয়ে অনেকের চোখ কপালে উঠেছে। সমালোচকরা বলছেন, সিংহগুলোর চেহারায় বদল আনা হয়েছে এবং নতুন যে ‘হিংস্র’ চেহারা দেওয়া হয়েছে তার সঙ্গে মূল ভাস্কর্যের মিল নেই।
সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতীকটি উন্মোচনের একটি ভিডিও টুইটারে প্রকাশ করেন। সাড়ে নয় হাজার কেজি ওজনের এই মূর্তিটি নতুন পার্লামেন্ট ভবনের কেন্দ্রীয় হলঘরের ছাদে স্থাপন করা হয়েছে।
ইউআর/