যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী রিশি সুনাক। এখন পর্যন্ত প্রার্থীতা ঘোষণা করা সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তি তিনি।
গত মঙ্গলবার তিনি অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে ব্যাপকভাবে অন্য মন্ত্রীরাও পদত্যাগ শুরু করে। এর জেরেই টরি নেতার পদ ছেড়ে দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন জনসন।
প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা আরও ঘোষণা করেছেন সিনিয়র ব্যাকবেঞ্চার টম তুগেনধাত, অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রেভারম্যান এবং সাবেক সমতা মন্ত্রী কেমি বেডেনোক। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
টরি নেতা নির্বাচনের সময়সীমা আগামী সপ্তাহে নিশ্চিত হতে পারে আর নতুন প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে দায়িত্ব নিতে পারেন বলে আশা করা হচ্ছে।
সোশাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের প্রার্থীতা ঘোষণা করে রিশি সুনাক বলেছেন, তিনি ‘আস্থা ফেরানো, অর্থনীতি পুনর্গঠন এবং দেশকে ফের ঐক্যবদ্ধ’ করতে চান। তিনি বলেন, ‘এই মুহূর্তে কাউকে হাল ধরতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে’।
ইউআর/