ইউক্রেনে রুশ আগ্রাসনের সমালোচনা করায় মস্কোর এক জেলা কাউন্সিলরকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। ক্রেমলিন সমালোচক আইনজীবীরা বলছেন, নতুন প্রবর্তিত ‘ফেইক ইনফরমেশন’ আইনের আওতায় এই প্রথম কেউ কারাগারে যাচ্ছেন।
ক্রাসনোসেলস্কি জেলা কাউন্সিলের সদস্য আলেক্সাই গোরিনভ গত ১৫ মার্চ কাউন্সিল বৈঠক অংশ নেন। সেখানে শিশুদের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিয়ে আলোচনা চলছিল। ওই বৈঠকে গোরিনভ বলেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ চালাচ্ছে। ওই বৈঠকের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। তাতে তাকে বলতে শোনা গেছে, ‘শিশু দিবসের জন্য আমরা কোন ধরনের শিশুদের আঁকার প্রতিযোগিতার কথা বলতে পারি … যখন আমাদের শিশুরা প্রতিদিন মারা যাচ্ছে?’
ওই বক্তব্যের পরই তাকে পেনাল কোডের ২০৭.৩ ধারার অধীনে গ্রেফতার করা হয়। এই আইনটি ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পাস করে রাশিয়া। এই আইনে ‘রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ফেইক ইনফরমেশন ইচ্ছাকৃতভাবে প্রচার করাকে’ বেআইনি করা হয়েছে।
গোরিনভের সমর্থকেরা কাউন্সিলরের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গেছে, বিচারিক প্রক্রিয়ার সময় আসামির স্থানে একটি প্লাকার্ড ধরে রয়েছেন এই কাউন্সিলর। তাতে লেখা, ‘আপনাদের কি এখনও যুদ্ধ প্রয়োজন?’
শুক্রবার দণ্ড ঘোষণার সময় আদালতে গোরিনভ বলেন, তারা আমার বসন্ত কেড়েছে, গ্রীষ্ম কেড়েছে আর এখন জীবন থেকে আরও সাত বছর নিয়ে যাচ্ছে’।
রাশিয়ায় যুদ্ধ বিরোধী বিক্ষোভের জন্য অনেক মানুষকেই জরিমানা করা হয়েছে। তবে আইনজীবী পাভেল চিকোভ টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, মাত্র অপর দুই জনকে ২০৭.৩ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এদের এক জনকে জরিমানা এবং অপরজনকে স্থগিত রাখা কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউআর/