নাটোরে সড়কে ঝরলো ৩ প্রাণ

নাটোরের সিংড়া ও লালপুর উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন– সিংড়া উপজেলার বিয়াস গ্রামের আইনুল হকের ছেলে আব্দুল আজিজ এবং পাটুরিয়া গ্রামের জোফিল উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস, লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের ফজলুর ছেলে আওলাদ (১৮)।

আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন– লালপুর উপজেলার রামানন্দপুরের হাবিবুর রহমানের ছেলে হারুন (১৯) এবং বালিতিতা ইসলামপুরের রঞ্জিতের ছেলে রয়েল (৩৫)।

সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে সিংড়া থেকে বগুড়াগামী মালবোঝাই একটি মিনি ট্রাক উপজেলার চৌগ্রাম মুচিপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আব্দুল আজিজ মারা যান। আহত হন চার জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধারের এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আহতদের একজন আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই আব্দুল কুদ্দুস মারা যান।

অপরদিকে, লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, রবিবার রাত ১১টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের চাঁনপুর এলাকায় মাটিবোঝাই ট্রাক্টর রাস্তায় ওঠার সময় উল্টে তিন জন গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টরের হেলপার আওলাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ সময় ড্রাইভার হারুনকে সেখানেই ভর্তি রাখলেও রয়েল নামে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img