চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের। রবিবার (৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সাতটি ল্যাবে ২৯৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫০ জনের পজিটিভ শনাক্ত হয়। পজিটিভ শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।
এর আগে গত শুক্রবার জেলায় একজনের মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়। ওইদিন ৫২ জনের করোনা শনাক্ত হয়। প্রায় সাড়ে চার মাস পর করোনায় ওইদিন মৃত্যু হয়। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি করোনায় দুই জনের মৃত্যু হয়েছিল বলে জানায় সিভিল সার্জন কার্যালয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, চট্টগ্রামে দুই দিন পর আরও একজন করোনায় মারা গেছেন। তিনি নগরীর বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত এক হাজার ৩৬৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে নগরীতে ৭৩৫ জন এবং উপজেলায় ৬২৯ জন। আক্রান্ত হয়েছেন এক লাখ ২৭ হাজার ৩৫১ জন।
ইউআর/