ন্যাটো সদস্য হতে সুইডেনের আবেদনে তুরস্কের বিরোধিতা নিরসনে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতির দাবি করেছে স্টকহোম। সুইডিশ কর্মকর্তাদের দাবি মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমা সামরিক জোটটির সম্মেলনে এই বিষয়ে আরও অগ্রগতি হতে পারে।
মঙ্গলবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী আন লিন্ডে বলেন, ‘আজ ইতিবাচক কিছু ঘটতে পারে এমন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত, তবে এতে আরও বেশি সময় লাগতেও পারে।‘
সুইডেনের একটি স্থানীয় সংবাদপত্রকে তিনি বলেন, ‘সেরকম হলে আমরা ধৈর্য্য রাখবো এবং আলোচনা চালিয়ে যাবো, এমনকি সম্মেলনের পরেও’।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য পদ পেতে আবেদন করেছে ফিনল্যান্ড ও সুইডেন। তবে এই আবেদনের বিরোধিতা করেছে তুরস্ক। তাদের দাবি হেলসিঙ্কি ও স্টকহোম কুর্দি গোষ্ঠীকে সহায়তা করছে এবং আঙ্কারার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আগামী ২৯ ও ৩০ জুন সম্মেলনে যোগ দেবেন ন্যাটো নেতারা। ন্যাটো জোটে কাউকে সদস্য করতে হলে জোটের ৩০ সদস্যের প্রত্যেকের অনুমোদন পেতে হয়। ৭০ বছরের বেশি সময় ধরে পশ্চিমা জোটের সদস্য তুরস্ক এবং জোটটির দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীও তাদের।
ইউআর/