যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের অবস্থান যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে। শহরটির উপকণ্ঠে রেল লাইনের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত লরি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। তবে তারা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।

লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

নিখোঁজ গাড়ির চালককে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এদিকে এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তার দাবি, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত’ নীতির ফলেই এমন ঘটনা ঘটেছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img