চীনের অন্যতম বাণিজ্যিক নগরী সাংহাই-এ একটি বৃহৎ পরিশোধন ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি সাংহাইয়ের জিনশানে অবস্থিত। এ ঘটনায় কোম্পানির একজন চালক নিহত ও আরেক কর্মী আহত হয়েছেন।
প্রায় ৬ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। সাংহাইয়ের দমকল বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ৫ শতাধিক কর্মী পাঠানো হয়েছে। এদিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।
আগুনের কালো ধোঁয়া অনেক উঁচুতে পৌঁছে যায়, ড্রোন থেকে নেওয়া ভিডিও ফুটেজে এমনই চিত্র দেখা গেছে। শহরের অনেক উঁচু বাড়ি ঘর ধোঁয়ায় আচ্ছন্ন পড়ে।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
ইউআর/