বেদনাদায়ক ক্ষতির সম্মুখীন ইউক্রেন: জেলেনস্কি

পূর্বাঞ্চলীয় সেভেরোদনেৎস্ক শহর ও খারকিভ অঞ্চল, উভয় স্থানেই রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী বেদনাদায়ক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। খবর সিএনএনের।

তিনি বলেন, ইউক্রেনের এখন আরও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র দরকার।
অংশীদার দেশগুলোর সরবরাহ দেরি করার কোনো যুক্তি থাকতে পারে না বলেও মন্তব্য করেন জেলেনস্কি। তিনি জানান, রাশিয়ার কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়িয়ে আঘাত হানছে এবং হতাহতের কারণ হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চল এবং সেভেরোদনেৎস্কের মধ্যকার শেষ সেতুটিও রুশ বাহিনীর হামলায় ধ্বংস হওয়ার পরও তাদের বাহিনীগুলো বেসামরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে বলে ইউক্রেন জানিয়েছে।

রাশিয়া এখন পুরো দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চাইছে আর তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে ইউক্রেইনীয় বাহিনীগুলো। এ নিয়ে অঞ্চলটিতে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।

তিনি আরও বলেন, আগের মতোই সেভেরোদনেৎস্ক এবং নিকটবর্তী শহর ও এলাকাগুলোতে তীব্র লড়াই চলছে। দুর্ভাগ্যবশত বেদনাদায়ক ক্ষতি হচ্ছে।
জেলেনস্কি জানান, কিইভের পূর্বে খারকিভ অঞ্চলেও ইউক্রেইন ‘বেদনাদায়ক ক্ষতি’ প্রত্যক্ষ করছে, সম্প্রতি রুশ বাহিনীকে সেখানে থেকে হটিয়ে দেওয়ার পর তারা ফের তাদের অবস্থান জোরদার করার চেষ্টা করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সেখানে লড়াই চলছে এবং আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, কঠিন লড়াই করতে হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img