প্রধানমন্ত্রীর মানবিক প্রকল্পগুলোর মধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট অন্যতম বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শনিবার (৪ জুন) সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউট পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্বপ্নের প্রকল্প পদ্মা সেতু ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট। প্রধানমন্ত্রীর এ দুটি প্রকল্প বাস্তবায়নের ফলে তিনি অনন্য উচ্চতায় আসীন হয়েছেন।
শেখ হাসিনার মানবিক প্রকল্পের মধ্যে এই বার্ন ইন্সটিটিউট অন্যতম।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সাথে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট ঐক্যবদ্ধভাবে কাজ করে মানুষকে সেবা দিয়ে যাবে।
যেকোনো প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পাশে থাকবে।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে বিএসএমএমইউ’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শন করেন।
অন্যান্যরা হলেন- উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অনকোলজি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল। ইন্সটিটিউটে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারা প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম, একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. রায়হান আওয়ার।
আলোচনা সভা শেষে পরিদর্শক দল শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চতুর্থ তলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।
ইউআর/