রুশ তেলে সচল হচ্ছে শ্রীলঙ্কার একমাত্র জ্বালানি শোধনাগার

অবশেষে ৯০ হাজার টন অপরিশোধিত রুশ তেল পেতে যাচ্ছে শ্রীলঙ্কা সরকার। ৭ কোটি ২৬ লাখ মার্কিন ডলার পরিশোধের মাধ্যমে জ্বালানি তেলে আবারও ঘুরবে যান বাহনের চাকা।

শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী শনিবার জানিয়েছেন, ‘দ্বীপ দেশটির তার একমাত্র তেল শোধানাগার সিলন পেট্রোলিয়াম করপোরেশন পুনরায় সচল করার পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবিলায় কাজ করছে’।

সাত কোটি ২৬ লাখ মার্কিন ডলার পরিশোধে ব্যর্থ হওয়ায় প্রায় একমাসের বেশি সময় কলম্বো বন্দরের দিকে অবস্থান করছিল রুশ তেলবাহী কন্টেইনারটি।

চরম অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা দীর্ঘদিন ধরে জ্বালানি, খাদ্য এবং ওষুধ আমদানি করতে পারছে না। পরিস্থিতি এতটাই খারাপের দিকে গেছে যে জ্বালানি সংকটের কারণে গাড়ির চাকা ঘুরছে না দক্ষিণ এশিয়ার দেশটিতে।

শনিবার দ্বীপ রাষ্ট্রটির বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা সাংবাদিকদের বলেন, ‘তীব্র অর্থনৈতিক মন্দাসহ তেল সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার একমাত্র জ্বালানি শোধনাগারে আবারও কাজ শুরু হবে। রাশিয়া থেকে অপরিশোধিত তেলের চালানের মাধ্যমে সচল হতে যাচ্ছে একমাত্র জ্বালানি শোধনাগার সিলন পেট্রোলিয়াম করপোরেশন। এটি প্রায় ৬৫ দিন বন্ধ ছিল’।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img