আল আকসা কম্পাউন্ডে ঢুকে পড়েছে উগ্রপন্থী ইহুদিরা

জেরুজালেমের আল আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে শত শত উগ্রপন্থী ইহুদি। ওল্ড সিটির মুসলিম অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে উগ্র ইহুদিবাদীদের উস্কানিমূলক পতাকা মিছিলের আগে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনা ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে নতুন সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রবিবার ভোরে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অতি জাতীয়তাবাদী বিরোধী দলের নেতা ইতামার বেন গভির কয়েক ডজন সমর্থককে নিয়ে আল আকসা কম্পাউন্ডে ঢুকে পড়েন।

আল জাজিরার সংবাদদাতা নাজওয়ান সিমরি জানান, ইসরায়েলি বাহিনী রবিবার সকালে কম্পাউন্ডের আল কিবলি প্রার্থনা হলের ছাদের নিয়ন্ত্রণ নেয়। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের চলাচল নির্বিঘ্ন করতে তারা মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের অবরুদ্ধ করে রাখে। ফিলিস্তিনি সাংবাদিক ও ফটোগ্রাফারদেরও মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়। তাদের গ্রেফতারের হুমকি দেওয়া হয়।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ইসরায়েলি বাহিনীকে আল কিবলি প্রার্থনা হলের দরজা সিল করে দিতে দেখা গেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ বলেন, ইসরায়েল আন্তর্জাতিক বৈধতার সিদ্ধান্তকে সম্মান করে না এবং নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে। ভয়েস অব প্যালেস্টাইন রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের বিরুদ্ধে আগুন নিয়ে খেলার অভিযোগ করেন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে মার্কিন প্রশাসনকে ডাবল স্ট্যান্ডার্ড না দেখানোর আহ্বান জানান।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img