পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার বলেছেন, জাতীয় পরিষদ ঠিক করবে কখন নতুন নির্বাচন হবে।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের বর্তমান জোট সরকারকে বৃহস্পতিবার সকালে ৬ দিনের আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন, এ সময়ের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে নয়ত তিনি আবার লং মার্চ নিয়ে ইসলামাবাদে আসবেন এবং ডি চকে অবস্থান নেবেন।
সংসদের নিম্নকক্ষে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া সমালোচনা করে বলেন, আমি এই গ্রুপের (পিটিআইয়ের) কাছে পরিস্কার করে দিতে চাই আপনাদের হুকুম কাজে দেবে না। এই সংসদ ঠিক করবে কখন নির্বাচন আয়োজন করতে হবে।
প্রধানমন্ত্রী শাহবাজ আরও বলেন, সরকারকে ‘ভুল বোঝা’ ঠিক হবে না। তিনি যোগ করেন, আলোচনার দরজা সব সময় খোলা আছে। কিন্তু পিটিআই নেতা যদি মনে করেন তিনি সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবেন তাহলে এটি যেন তার বাড়িতে (সংসদে) করেন এ সংসদে না।
তিনি আরও বলেন, যতদিন আমাদের সরকারের সময় আছে ততদিন জোট সরকার কাজ করে যাবে এবং সমস্যার সমাধান করবে।
ইউআর/