ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি রাশিয়ার

ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রাশিয়ার দাবি, ইউক্রেনের একটি পার্বত্য অ্যাসল্ট ব্রিগেডের সামরিক সরঞ্জাম ধ্বংস করতে কৃষ্ণ সাগরের একটি সাবমেরিন থেকে চারটি ক্যালিবার মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তাদের পক্ষে তাৎক্ষণিকভাবে রাশিয়ার এমন দাবির বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ‘ইউক্রেনে বর্বরতার’ জন্য রাশিয়াকে ‘দীর্ঘমেয়াদে মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মূলত ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাবের প্রতি ইঙ্গিত করেছেন।

জো বাইডেন বলেন, যদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভবিষ্যতের কোনও সমঝোতার পরও নানা উপায়ে নিষেধাজ্ঞাগুলো অব্যাহত রাখা না হয়, তাহলে সেটি চীনকে বলপ্রয়োগ করে তাইওয়ান দখলের প্রচেষ্টা সম্পর্কে কী সংকেত দেবে? চীন হামলা করে বসলে তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করারও হুঁশিয়ারি দেন বাইডেন। বলেন, স্বশাসিত দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img