প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ

বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের বাড়িসহ দেশের বিভিন্ন এলাকায় দলীয় নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে দলটি।

বৃহস্পতিবার (১২মে) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।
জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন (ভিপি জয়নাল), মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, কেন্দ্রীয় বিএনপির আজিজুল বারী হেলাল, আমিরুজ্জামান খান শিমুল, শামীমুর রহমান শামীম, আব্দুস সালাম আজাদ, আব্দুস সাত্তার পাটোয়ারী, ড. খন্দকার মারুফ হোসেন, আমিনুল ইসলাম, মহিলা দলের আফরোজা আব্বাস, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভূইয়া জুয়েল, যুবদলের মোরতাজুল করিম বাদরু, মহানগর দক্ষিণ বিএনপির নবী উল্লা নবী, মহিলা দলের হেলেন জেরিন খান, ওলামা দলের মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজুন।

এর আগে সকাল দশটা থেকে ঢাকার বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন।

ইতোমধ্যে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিত লক্ষ্য করা গেছে।

ইউআর/

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img