আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি বহুতল ভবন। বিশ্ববাসীর কাছে যেন জানান দিচ্ছে তার গৌরবান্বিত ৯ দশকের কথা। বলছি এককালের উচ্চতম ভবন নিউইর্য়কের ‘এম্পায়ার স্টেট’ বিল্ডিংয়ের কথা।
শনিবার (১ মে) প্রতিষ্ঠার ৯০ বছর পূর্ণ করল নিউইয়র্কের ম্যানহাটনে বিশ্বের প্রথম শততলার ভবনটির। বিংশ শতাব্দীর শুরুতে যুক্তরাষ্ট্রের চরম অর্থনৈতিক মন্দার সময়ে এটি নির্মিত হয়েছিল। এরপর থেকে জনপ্রিয় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। যদিও করোনার প্রাদুর্ভাবে দর্শনার্থীদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সংশ্লিষ্ট প্রশাসন।
১০২ তলাবিশিষ্ট ভবনটির উঁচ্চতা প্রায় দেড় হাজার ফুট। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৫৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। ১৯৩১ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর বিশ্বের উচ্চতম ভবনের উপাধির একচ্ছত্র আধিপত্য ছিল কেবল এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের।
বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের একমাত্র উঁচু ভবন না হলেও অতীতের বর্ণিল ইতিহাসের কারণে ভবনটি বেশ তাৎপর্যপূর্ণ। তারকা থেকে শুরু করে নামিদামি খেলোয়াড়দের অন্যতম আকর্ষণ এই বহুতল ভবনটি। আর তাই ৯০তম বর্ষপূর্তি উপলক্ষে করোনা মহামারির মধ্যেও আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের।
এন-কে