মে দিবস উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের আবারও আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম চালু হয়েছে।
রোববার (২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
সভাপতি জানান, গতকাল শনিবার মে দিবস উপলক্ষে হিলি বন্দরে ভারত থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। একদিন বন্ধের পর ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে।
সভাপতি আরও জানান, আজ সকাল থেকে বন্দরে সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ভারতীয় ট্রাকের পণ্য আনলোড করে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এন-কে