রিয়াল মাদ্রিদের কাছে চূর্ণ হওয়ার দুঃখ ভুলতে ম্যানসিটি রীতিমতো ছুরি চালিয়ে দিল নিউক্যাসলের ওপর।
গুনে গুনে পাঁচ গোলে তাদের বিধ্বস্ত করে সিটি বাজাতে বাজাতে শীর্ষে চলে গেল পেপ গার্দিওয়লার দল। ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডে সিটির জন্য সত্যিই সুপার হয়ে রইল। ম্যাচের প্রথম ও শেষ গোল রাহিম স্টার্লিংয়ের। মাঝে তিনবার লক্ষ্যভেদ করেন লাপোর্তে, রদ্রি ও ফিল ফোডেন।
৩৫ ম্যাচ শেষে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো ম্যানসিটি। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। এদিন অপর দুই ম্যাচে আর্সেনাল এবং এভারটন একই ব্যবধান ২-১ গোলে জয়ী হয় যথাক্রমে লিডন্স ও লেস্টার সিটির বিপক্ষে। ওয়েস্ট হাম ৪-০ গোলে উড়িয়ে দেয় নরউইচকে।
এদিকে জার্মানির বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ২-২ গোলে ড্র করেছে স্টুটগার্টের সঙ্গে। এই ড্রয়ে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট হলো আগেই শিরোপা জয় করা বায়ার্নের।
ইউআর/