মধ্যপ্রদেশে আগুনে প্রাণ গেলো ৭ জনের

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে থেকে ৯ জনকে উদ্ধার করা গেছে। শনিবার দোতলা ভবনটিতে আগুন লাগার খবর নিশ্চিত করেছেন ইন্দোর পুলিশ কমিশনার। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে ভবনের বেসমেন্টের প্রধান বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাত ৩টার দিকে বাসিন্দারা ঘুমিয়ে থাকার সময় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভবনের মালিক আনসার প্যাটেলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। ভবনের কোনও তলা বা ফ্ল্যাটে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম ছিল না।

হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img