সব রেকর্ড ভাঙলো ম্যারাডোনার ঐতিহাসিক জার্সি

আলোচনা-সমালোচনায় ১৯৮৬ বিশ্বকাপটি হয়ে আছে ম্যারাডোনার। আর্জেন্টিনার শিরোপা জেতা আসরটিতে ৫ গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছিলেন। ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত হাত দিয়ে গোল করার ঐতিহাসিক ঘটনাটিও এই বিশ্বকাপেরই। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা ওই গোলটি আজও চায়ের টেবিলে ঝড় তুলে। একই ম্যাচে করেছিলেন ‘গোল অব দ্য সেঞ্চুরি’ও!

সেই ম্যাচটিও আবার আলোচনায় এই ম্যারাডোনার কল্যাণে। সেদিন যে জার্সিটি পড়ে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর মাঠে নেমেছিলেন। সেই পোশাকটি উঠানো হয়েছিল নিলামে। আর তা বিক্রি হয়েছে ইতিহাসের সব রেকর্ড ভেঙে। অনলাইন নিলামে জার্সিটি বিক্রি হয়েছে ৭১ লাখ পাউন্ডে। বাংলাদেশি টাকায় যার মূল্য ৭৬ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার টাকার কিছু বেশি।

ইতিহাসে কোনও ক্রীড়া স্মারক এত উচ্চমূল্যে বিক্রির নজির এটাই প্রথম। সর্বশেষ ২০১৯ সালে বেসবল লিজেন্ড বেব রুথের জার্সিটি বিক্রি হয়েছিল ৫৬ লাখ ডলারে।

জার্সির নিলামকারী প্রতিষ্ঠান ছিল সদবি। তারা যেমনটা প্রত্যাশা করেছিল, তার চেয়েও বেশি মূল্যে জার্সিটি বিক্রি হয়েছে। ধারণা করা হচ্ছিল ৪০ থেকে ৬০ লাখ পাউন্ড।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img