২০১৮ চ্যাম্পিয়নস লিগ কী করে ভুলে যাবেন মোহামেড সালাহ? সেবার তার অসাধারণ পারফরম্যান্সেই লিভারপুল ফাইনালে পৌঁছেছিল। কিন্তু শিরোপা মঞ্চে সবচেয়ে বড় ধাক্কার মুহূর্তটি ছিল মিশরীয় ফরোয়ার্ডের চোট। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সের্হিও রামোসের সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ পরেই কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছিলেন।
এর পরের গল্পটা সবারই জানা। প্রাণভোমরা বিদায়ের পর পুরোপুরি খেই হারায় রেডরা। রিয়াল মাদ্রিদ তাদের ৩-১ গোলে হারিয়ে নিশ্চিত করে রেকর্ড ১৩তম চ্যাম্পিয়নস লিগ। ইউরোপ সেরার টুর্নামেন্টে আবার সালাহরা ফাইনালে উঠায় এমন প্রতিপক্ষকেই তো চাই, যাদের দেখলে তাতানো মানসিকতা কাজ করবে।
তাই রিয়াল মাদ্রিদ ফাইনালে পৌঁছানোর পর সালাহ প্রচ্ছন্ন হুমকি দিতে দেরি করলেন না। ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে এক লাইনে লিখেছেন, ‘আমাদের কিছু হিসাব চুকানো বাকি।’
মিশরীয় ফরোয়ার্ডের কথা থেকেই বুঝা যাচ্ছে, তিনি মধুর প্রতিশোধ নেওয়ার অপেক্ষায়। যার ইঙ্গিতও তিনি দিয়ে রাখেন সেমিফাইনালে ভিয়ারিয়ালকে বিদায় দেওয়ার পর। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চান- এমন প্রশ্নে সালাহ বলেছিলেন, ‘হ্যাঁ, আমি রিয়াল মাদ্রিদের সঙ্গেই খেলতে চাই। সিটি অনেক শক্ত দল। ওদের সঙ্গে এই মৌসুমে কয়েকবার খেলা হয়েছে। আপনি আমাকের প্রশ্ন করলে অবশ্যই আমি রিয়ালকে বেছে নেবো।’
এর পর প্রতিশোধ নেওয়ার কথা তুললে তিনি সরাসরি বলেছেন, ‘ফাইনালে ওদের কাছে হেরেছিলাম। তাই ওদের বিরুদ্ধে খেলতে চাই। আশা করি, তাহলে ওদের হারিয়ে শিরোপা জিততে পারবো।’
ইউআর/