পদ্মা নদীতে বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা

ঝড়ের কবলে পড়ে মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীতে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে একটি ফেরির।

রোববার (১ মে) দিবাগত মধ্য রাতের দিকে ছোট ফেরি ফরিদপুর মাঝিরকান্দি ঘাটে আসতে গিয়ে পদ্মার মাঝের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এসময় ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙে গেছে।
জানা যায়, রোববার (১ মে) রাত ২টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি ঘাটের উদ্দেশ্য ছেড়ে যায় ফেরি ফরিদপুর।

পদ্মা সেতুর নিকটে নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ফেরিটির। এসময় ফেরিতে থাকা একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের একটি অংশ ভেঙে যায়।

আকস্মিক ধাক্কা লাগায় আতঙ্ক ছড়িয়ে পরে অন্য যাত্রীদের মধ্যে।
যাত্রীরা জানান, ফেরিটি ঘাট ত্যাগ করার কিছুক্ষণ পরেই পদ্মার সেতুর পাশে নদীর মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এসময় বৃষ্টি ও বাতাস ছিল। ফেরি কর্তৃপক্ষ কোনো লাইট জ্বালাইনি। আমাদের কোনো সর্তকও করেনি। ধাক্কা লেগে যখন ফেরিটি হেলে পড়ছিল তখন বেশ আতঙ্কে ছিলাম আমরা।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার-মাঝিরকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ঝড়ের কারণে ফেরিটি বিদ্যুতের খুঁটির সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। তবে ফেরিটি নিরাপদে আছে। তেমন কোনো ক্ষতি হয়নি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img