আন্তর্জাতিক আইনে আল-আকসা মসজিদকে সুরক্ষা দিতে হবে: ইরান

মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদকে আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। সোমবার রাতে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ক এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি।

তিনি বলেন, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে বড় ধরনের বিপর্যয় এড়াতে এই ঐতিহাসিক স্থাপনাকে আন্তর্জাতিক সুরক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই।

অন্যদিকে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের ভয়াবহ দমন-পীড়নের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতার কড়া সমালোচনা করেন রাভাঞ্চি।

তিনি বলেন, এই নীরবতা অব্যাহত থাকলে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার আশা করা বৃথা।

তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিটি অপরাধেরই দলিল রয়েছে।

এসব অপরাধ আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য। এসব অপরাধের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করতে হবে।

তিনি বলেন, ইসরায়েল সবার সামনেই অপরাধ করে যাচ্ছে। কারণ তারা জানে, বিশ্বসমাজ এ বিষয়ে তেলআবিবকে কিছু বলবে না।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img