ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫২ লাখ মানুষ: জাতিসংঘ

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত দেশটি ছেড়ে পালিয়েছে প্রায় ৫২ লাখ ইউক্রেনীয়। ভিনদেশে শরণার্থীর জীবন বেছে নিয়েছে তারা। রবিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউএনএইচসিআর জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৫১ লাখ ৮৬ হাজার ৭৪৪ জন ইউক্রেনীয় দেশটি ছেড়ে পালিয়ে গেছে।

এই শরণার্থীদের একটা বড় অংশ প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

বিদ্যমান যুদ্ধাবস্থার কারণে দেশ ছেড়ে পালাতে বিপুল সংখ্যক মানুষ সীমান্ত এলাকার দিকে যাত্রা করেছে। এর পাশাপাশি আগ্রাসী শক্তিকে প্রতিরোধের লড়াইয়ে নেমে পড়েছে অনেকে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img