২৬ পর্যটক নিয়ে জাপানের উপকূলে নৌকা নিখোঁজ

জাপানের উত্তরাঞ্চলীয় হোকাইদো দ্বীপে পর্যটকবাহী নৌকা নিখোঁজ। এতে ২৬ জন যাত্রী ছিলেন। শনিবার ডুবে যাওয়ার আগে বিপদ সংকেত পাঠানোর পর আর সন্ধান মেলেনি নৌকাটির। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও নিই ইয়র্ক টাইমস।

যেই এলাকায় নৌকাটি ডুবে গেছে যেটি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান। ওই এলাকায় পাথর, তিমি এবং সিংহের পাশাপাশি ভাল্লুক দেখতে নৌকা ভ্রমণে যান পর্যটকরা।

কোস্ট গার্ড জানিয়েছে, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযানে নেমেছে সামরিক বিমান, পুলিশ এবং ডুবুরিরা। কাজু-১ পর্যটকবাহী নৌকাতে দুই ক্রু এবং দুই শিশুও ছিল। এ নিয়ে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনমন্ত্রী তেতসুও সাইতো শনিবার গভীর রাতে সাংবাদিকদের বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কোস্টগার্ডের বোটগুলো ঘটনালে পৌঁছেছে। কিন্তু এখনও কোনও জীবিত উদ্ধার হয়নি।

তবে ঘটনাস্থল থেকে চারজনকে জীবিত পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনএইচকে। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

শনিবার সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকাগুলো সকালেই বন্দরে ফিরে আসে। কিন্তু পর্যটক নৌকাটির শেষ পর্যন্ত কি হয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, নৌকায় থাকা সবাই লাইফ জ্যাকেট পড়া ছিল।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img