কমলাপুরে স্টেশন ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ চুরি

রাজধানীর কমলাপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করার সময় স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ও মানিব্যাগ চুরি হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন এক যুবককে মানিব্যাগ ও মোবাইল হাতে দেখা গেছে। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।

আজ সকাল থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। ইন্টারনেটেও ই-টিকিটিংয়ের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হয়েছে।

যে ৫ স্টেশনে মিলবে ট্রেনের অগ্রিম টিকিট যে ৫ স্টেশনে মিলবে ট্রেনের অগ্রিম টিকিট
‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট কিনতে হবে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img