আফগানিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ

আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুই জায়গায় শক্তিশালী বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বৃহস্পতিবারের প্রথম বিস্ফোরণটি মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদে ঘটেছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, সাই দোকেন শিয়া মসজিদে বিস্ফোরণে ১১ জন প্রাণ হারিয়েছেন। আহত হন ৩০ জনের বেশি। মসজিদের মুসল্লিরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন বিস্ফোরণ ঘটে। এক নারী প্রত্যক্ষদর্শী বলেন, প্রচণ্ড বিস্ফোরণে জানালার গ্লাস ভেঙে যায়। আতঙ্কে মানুষ জন চারদিকে ছোটাছুটি শুরু করে।

দ্বিতীয়টি কুন্দুজ শহরের একটি পুলিশ স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিক খবর পাওয়া অনুযায়ী, এ ঘটনায় চারজন নিহত এবং ১৮ আহত হন। কুন্দুজ প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ নাজিবুল্লাহ সাহেল বলেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আফগান সংবাদমাধ্যম টুলু নিউজের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৬৫ জন আহত হয়েছেন। তবে প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে এখনও বিস্তারিত জানায়নি সরকার। আলাদা দুটি বিস্ফোরণে ঘটনায় এখনও দায়ভার স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img