মোস্তাফিজরা হ্যান্ডশেকও করতে পারবেন না!

আইপিএলের চলতি আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার দল দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে বেশ কয়েকজন কোভিড পজিটিভের সন্ধান মিলেছে।

যে কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) দিল্লির ওপর কড়া নির্দেশনা জারি করেছে।

বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কেউ প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করতে পারবে না।

দুই দলের ক্রিকেটারদের বাড়তি সতর্ক থাকার মরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার জানা যায়, দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনা আক্রান্ত হয়েছেন। এরপর গোটা দলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

পরে জানা যায়, ফ্র্যাঞ্চাইজির একজন ম্যাসিওরও করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। তবে দলের কোনো ক্রিকেটারের শরীরে করোনার আলামত না থাকলেও বোর্ডের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অবশ্য শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে অনুষ্ঠিত সেই ম্যাচে দীনেশ কার্তিকের ৩৪ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে ৫ উইকেটে ১৮৯ রান করে বেঙ্গালুরু।
টার্গেট তাড়ায় ১৬ রানে হারে মোস্তাফিজদের দিল্লি। সেই ম্যাচে এক ওভারে ২৮ রান খরচ করেন মোস্তাফিজ। চার ওভারে ৪৮ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি দ্য ফিজ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img