ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস রফতানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রমের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
গ্যাজপ্রমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় গ্রাহকদের অনুরোধের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা ইউক্রেনের মাধ্যমে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে।
এর আগে এ মাসের গোড়ার দিকে রাশিয়ান জ্বালানি থেকে বেরিয়ে আসতে যথাসাধ্য চেষ্টা চালানোর কথা জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। অন্যদিকে মস্কোর দাবি অনুযায়ী, রাশিয়ার গ্যাসের মূল্য রুবলে পরিশোধের প্রস্তুতির কথা জানায় ইউরোপীয় ইউনিয়নের আরেক সদস্য দেশ হাঙ্গেরি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জানান, রাশিয়া চাইলে তার দেশ রুবলে (জ্বালানির) মূল্য পরিশোধ করবে।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো বলেন, রাশিয়ার সঙ্গে তার দেশের গ্যাস সরবরাহ চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের কোনও ভূমিকা নেই। এই বিষয়ে রাশিয়ার গ্যাজপ্রম এবং হাঙ্গেরির রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান এমভিএমের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে।
ইউআর/