দেশে যানবাহনের ৮৩ শতাংশ চলে গ্যাসোলিনে

দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ৪৯ লাখ ৯১ হাজার ৭৫টি যানবাহন রয়েছে। এরমধ্যে গ্যাসোলিন (অকটেন/পেট্রোল) চালিত ৪১ লাখ ৭৩ হাজার ৯৫৬টি (৮৩%), ডিজেল চালিত ৫ লাখ ৩৯ হাজার ৭৮২টি, সিএনজি চালিত দুই লাখ ৩৮ হাজার ৫৪০টি, এলজিপি চালিত ছয় হাজার ২৭৮টি, দ্বৈত জ্বালানি চালিত ৩২ হাজার ২৪৬, ইলেকট্রিক মোটরড্রাইভ ৪০টি, ডিজেল/সিএনজি ১৫৮টি এবং কেরোসিন চালিত ৭৫টি। এছাড়া দেশে বাকি গণপরিবহনের মধ্যে ৭৯ শতাংশ ডিজেল ও ১০ শতাংশ সিএনজিতে চালিত।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে এই তথ্য সংগ্রহ করেছে বলে কমিটিতে অবহিত করা হয়।

গ্যাসোলিন চালিত ৪১ লাখ ৭৩ হাজার ৯৫৬টি যানবাহনের মধ্যে ৩৪ লাখ ৯৪ হাজার ৮৮টি মোটরসাইকেল (৮৪%)। অন্যান্য জ্বালানি চালিতসহ দেশে মোট মোটরসাইকেলের সংখ্যা ৩৮ লাখ ৮৮ হাজার ৩৮টি।

প্রতিবেদনের তথ্যমতে, দেশে বর্তমানে বাস রয়েছে ৪৯ হাজার ৮৩৯টি। এরমধ্যে গ্যাসোলিন চালিত পাঁচ হাজার ১৪০টি, ডিজেল চালিত ৩৯ হাজার ৫০৩টি, সিএনজি চালিত পাঁচ হাজার ১২১টি, এলজিপি চালিত ৫টি, দ্বৈত জ্বালানি চালিত ৬৬টি এবং ডিজেল-সিএনজি চালিত ৪টি।

সিএনজি চালিত দুই লাখ ৩৮ হাজার ৬৫০টি যানবাহনের মধ্যে দুই লাখ ১২ হাজার ৩৫৬টিই অটোরিকশা। সিএনজি চালিত যানের ৮৯ শতাংশই অটোরিকশা।

দেশে ৭৫টি যান চলে কেরোসিনে

প্রতিবেদনের তথ্যমতে, দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ৭৫টি গাড়ি রয়েছে, যেগুলো কেরোসিনে চলে। এরমধ্যে অ্যাম্বুলেন্স ১টি, অটোরিকশা ১৬টি, কার ৭টি, ডেলিভারি ভ্যান ১টি, হিউম্যান হলার ১টি, জিপ ২টি, মোটরসাইকেল ৪টি, পিকআপ ৩৬টি, ট্যাংকার ১টি, ট্রাক ৩টি, বিশেষ কৌশলগত যান ১ ও অন্যান্য ২টি।

দেশে জ্বালানি তেলের ব্যবহার ৬৩ লাখ টন

এদিকে সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে দেশে মোট জ্বালানি তেলের ব্যবহার হয়েছে ৬২ লাখ ৯৯ হাজার ৭৩০ মেট্রিক টন। এরমধ্যে ডিজেলের ব্যবহার হয়েছে ৪৫ লাখ ৯৭ হাজার ৫৮৫ মেট্রিক টন। কৃষি সেক্টরে ডিজেলের ব্যবহার ৯ লাখ ৭৫ হাজার ৬০৪ মেট্রিক টন, যা মোট জ্বালানি ব্যবহারের ১৫ দশমিক ৪৯ শতাংশ।

কৃষিতে জ্বালানির ব্যবহার কমছে

বৈঠকের কার্যপত্র অনুযায়ী, কৃষি খাতে ২০১৬-১৭ অর্থবছরে ৯ লাখ ৫ হাজার ৬২৩ মেট্রিক টন জ্বালানি ব্যবহার করা হয়েছে, যা ওই অর্থবছরে মোট ব্যবহৃত জ্বালানির ১৫.৩৮%। এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে ১০ লাখ ৯০ হাজার ৯০৩ মেট্রিক টন (১৫.৭০%), ২০১৮-১৯ অর্থবছরে ১০ লাখ ৭৫ হাজার ৩২৬ মেট্রিক টন (১৬.৪২%), ২০১৯-২০ অর্থবছরে ৯ লাখ ৯০ হাজার ৭৫২ মেট্রিক টন (১৮%) এবং ২০২০-২১ অর্থবছরে ৯ লাখ ৭৫ হাজার ৬০৪ মেট্রিক টন (১৫.৪৯%)।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস, এম জগলুল হায়দার, নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম ও মো. নুরুজ্জামান বিশ্বাস অংশগ্রহণ করেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img